কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেওয়া দরকার : সেলিম উদ্দিন

মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

সিলেট অঞ্চলের উন্নয়নে বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় রাজনীতিতে সোচ্চার কণ্ঠ, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দীর্ঘদিন থেকে সিলেট বিভাগ উন্নয়ন থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিস্ট সরকার প্রকল্পের নামে কেবল দুর্নীতি আর লুটপাট করেছে। উন্নয়নের ফানুস উড়িয়ে জাতির সঙ্গে তামাশা করেছে। আজ সিলেট বাসির ভোগান্তির শেষ নেই। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে সার্বিক উন্নয়ন থেকে।

তিনি বলেন, সিলেটের প্রতিটি সড়ক যেন এক একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে খানাখন্দকের কারণে পথচারীদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। সেখানে অবস্থানরত সাধারণ মানুষ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীরা চরম দুরাবস্থার মধ্য দিয়ে চলাচল করছে। যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সড়ক পথের এ বেহাল অবস্থার কারণে জনসাধারণের কর্ম ঘণ্টা ও অর্থ দু’টোই অপচয় হচ্ছে।

এ অবস্থার উত্তরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুততম সময়ে সংস্কারের জোর দাবি জানান সেলিম উদ্দিন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সিলেটের গ্যাস সিলেটবাসীকে বঞ্চিত করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া ইনসাফ নয়। অবিলম্বে সিলেট মহানগরী এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌর শহরের বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিধিনিষেধ প্রত্যাহার করে গ্যাস সংযোগ দিতে হবে।

তিনি ঢাকা-সিলেট মহাসড়কের কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করতে হবে। একইসঙ্গে সিলেট-তামাবিল সড়কের কাজ চালুর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে সিলেট-আখাউড়া রেলপথ ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট জেলা হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করে কার্যক্রম শুরু করা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি, মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন, পাশাপাশি সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন নিজের জন্মস্থান বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের উন্নয়ন নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, অবিলম্বে সিলেট-গোলাপগঞ্জ হয়ে সুতারকান্দি বর্ডার পর্যন্ত চার লেনের রাস্তার কাজের উদ্যোগ গ্রহণ, শেওলা সেতু থেকে বারিগ্রাম পর্যন্ত রাস্তা ড্রাইভার্শন দিয়ে বড় করা, বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া, কুশিয়ারা নদীর ওপর গোলাপগঞ্জ বাঘা সেতু নির্মাণসহ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের আন্তঃসংযোগ রাস্তাগুলো দ্রুত মেরামত সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উল্লেখযোগ্য কোনো ভালো মানের হাসপাতাল নেই। অবিলম্বে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নাগরিকদের স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য পরিবর্তন, পাশাপাশি বিয়ানীবাজার সরকারি কলেজের আবাসন সমস্যার সমাধান, সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্মাণ ও স্কুল-কলেজের সংস্কার করতে হবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি মোহাম্মদ সেলিম উদ্দিন তার নিজ এলাকা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল‌সেতু‌র পিলারে ধাক্কা লেগে ডুবে গেল বাল্কহেড

অগ্নি দুর্ঘটনা রোধে যে সতর্কবার্তা দিল তিতাস

পদ্মার এক পাঙাশ অর্ধ লাখে বিক্রি

লন্ডনে বৈঠক গণতন্ত্রের পথে এক মাইলফলক : জেএসডি 

নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরছেন পগবা!

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

লন্ডনে বৈঠক / অনৈক্যের আশঙ্কা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি : রাশেদ প্রধান 

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

তেলআবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা

ট্রাম্পের ভিত নড়বড়ে করে দিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

১০

ইরান-ইসরায়েল হামলা / ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

১১

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

১২

কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

১৪

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

১৫

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

১৬

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৭

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

১৮

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

১৯

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

২০
X