ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধসে যাওয়া দুধ কুমোর নদের রক্ষা বাঁধ। ছবি : কালবেলা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধসে যাওয়া দুধ কুমোর নদের রক্ষা বাঁধ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যা না আসতেই ধসে গেল দুধ কুমোর নদের ডানতীর রক্ষা বাঁধ। সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সামান্য বৃষ্টির পানিতে রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বন্যা আসার আগেই বাঁধে ধস নামায় আতঙ্ক বিরাজ করছে তীরবর্তী বাসিন্দাদের মাঝে।

স্থানীয়দের অভিযোগ, যথাযথ ডাম্পিং না করে সিসি ব্লক বসানোর কারণে সামান্য বৃষ্টির পানিতেই বাঁধে ধস দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ চলমান থাকায় কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এখনো কাজ বুঝে পাননি। কাজে অনিয়ম হলে তার দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে।

জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধ কুমোর নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন’ শিরোনামে ২০২১ সালের ১০ আগস্ট একনেকের বৈঠকে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৬৮ লাখ টাকা, যা বিভিন্ন প্যাকেজে বর্তমানে কুড়িগ্রাম পাউবোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, দুধ কুমোর নদীর ডান তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে ১৪নং প্যাকেজের আওতায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ৫০০ মিটার বাঁধ নির্মাণের জন্য কাজ পায় ঢাকার মগবাজারের টিআই-পিভিএল-জেডআই জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিন দেখা যায়, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর মৌজার দুধ কুমোর নদের ডানতীর রক্ষায় ৫০০ মিটার বাঁধের নির্মাণ কাজ প্রায় শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে বাঁধের কিছু অংশ ধসে পড়েছে। সিসি ব্লকগুলো এলোমেলোভাবে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা মোশাররফ জানান, নদীভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দে ছিলাম। ভেবেছিলাম নদী ভাঙা বন্ধ হয়ে যাবে; কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সামান্য বৃষ্টির পানিতেই বাঁধ ধসে পড়েছে। দ্রুত তীর সংরক্ষণ বাঁধ মেরামত না করলে বন্যায় নদী ভাঙন তীব্র হওয়ার ভয় করছি। এলাকাবাসীর দাবি, আগামীতে ব্লক বসানোর কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারিতে রাখেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক আরিফুল ইসলাম কাজের অনিয়মের কথা অস্বীকার করে বলেন, প্রকল্পের কাজ চলমান থাকায় এর ক্ষতি ঠিকাদারি প্রতিষ্ঠানের। তিনি বলেন, এলাকার পানি নিষ্কাশনের জন্য কোনো ইউ ড্রেন না থাকায় বৃষ্টির পানি সুড়ঙ্গ হয়ে প্রবেশ করায় বাঁধের কিছু অংশে ধস দেখা দিয়েছে। নদীর পানি কমলে তা মেরামত করা হবে।

কুড়িগ্রাম পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাফিয়া আখতার জানান, বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। প্রকল্পের কাজ চলমান থাকায় দায়িত্ব তাদের। বাঁধের ধসে যাওয়া অংশের কাজ পুনরায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

এক ও দুই কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

১০

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

১১

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

১২

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১৩

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১৪

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১৫

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

১৭

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

১৮

বিশ্ব সোরিয়াসিস দিবসে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবরে সেমিনার

১৯

পাকিস্তান-আফগানিস্তান / ভোরে রক্তক্ষয়ী সংঘর্ষ, সন্ধ্যায় অস্থায়ী যুদ্ধবিরতি

২০
X