গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:৫১ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মহাসড়কের ওপর ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে ৪ পরিবহন

দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি : কালবেলা

মহাসড়কের ওপর ট্রাক পার্কিংয়ের কারণে চারটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কমপক্ষে ৩১ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যানজট মুক্ত হয়।

বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, মাহিলাড়া কাঁচাবাজারের সামনে মহাসড়কের ওপর যত্রতত্রভাবে পার্কিং করে রাখার কারণে বরিশালগামী বলাকা পরিবহনের সঙ্গে প্রথমে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়। এ সময় এসপি গ্রীন লাইনের পেছনে থাকা সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এসপি গ্রীন লাইনকে সজোরে ধাক্কা দেয়। অপরদিকে বলাকা পরিবহনের পেছনে স্টার ডিলাক্স পরিবহনের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই মহাসড়ক বন্ধ হওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে একইদিন দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় আহত পথচারী বাবুল প্যাদা (৫০) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাবুল প্যাদা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার

প্রথমে কী দেখছেন বলে দেবে আপনি কীভাবে চিন্তা করেন

জাকসুর ১৬ হলের ভোট গণনা শেষ

খাবার ঘর ছোট? সমস্যা নেই, সাজান বুঝেশুনে

সালমানের পর গুলি চলল দিশার বাড়িতে

আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে: আবীর চ্যাটার্জি

‘গণআন্দোলনের প্রস্তুতি নিন, পরিবর্তনের সময় এসে গেছে’

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল

গ্রুপ অব ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

দুর্গাপূজা শুরুর আগে বাড়ি থেকে এই ৪ জিনিস সরিয়ে ফেলুন

১০

জাকসু নির্বাচন / ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা

১১

তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনে ভোট গণনা

১২

সাগরে লঘুচাপ, টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৩

সাতসকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৪

ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের : নেতানিয়াহু

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

স্লোগানের রাজনীতির দিন শেষ : মুন্না

১৭

ডাকসু নির্বাচনে জয়ীদের মালয়েশিয়ার ছাত্রসংগঠন পিকেপিআইএমের অভিনন্দন

১৮

পূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান

১৯

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

২০
X