গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:৫১ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মহাসড়কের ওপর ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে ৪ পরিবহন

দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি : কালবেলা

মহাসড়কের ওপর ট্রাক পার্কিংয়ের কারণে চারটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কমপক্ষে ৩১ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যানজট মুক্ত হয়।

বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, মাহিলাড়া কাঁচাবাজারের সামনে মহাসড়কের ওপর যত্রতত্রভাবে পার্কিং করে রাখার কারণে বরিশালগামী বলাকা পরিবহনের সঙ্গে প্রথমে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়। এ সময় এসপি গ্রীন লাইনের পেছনে থাকা সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এসপি গ্রীন লাইনকে সজোরে ধাক্কা দেয়। অপরদিকে বলাকা পরিবহনের পেছনে স্টার ডিলাক্স পরিবহনের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই মহাসড়ক বন্ধ হওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে একইদিন দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় আহত পথচারী বাবুল প্যাদা (৫০) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাবুল প্যাদা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

এক মণ চালের দামে এক কেজি ইলিশ

ভুলে ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ নিয়ে এলেন বাংলাদেশি, অতঃপর...

নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ

সুষ্ঠু ও সহিংসতামুক্ত ডাকসু নির্বাচন দিন : ইসলামী ছাত্র আন্দোলন 

চট্টগ্রামে সংখ্যালঘুর জায়গা দখল ও ভাঙচুরের অভিযোগ

ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক

বিএনপি নেতা কাদের গনি চৌধুরী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু প্রতিরোধে মহাখালীতে সচেতনতামূলক কর্মসূচি

রংপুরে হামলার ঘটনায় ১২০০ জনের নামে মামলা

১০

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

১১

সাতক্ষীরার খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

১২

নিজের বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম

১৩

‘অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না’

১৪

বিমানবন্দরে দুই যাত্রীর কাছে মিলল নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম

১৫

জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন

১৬

অনিয়মই নিয়ম যে কলেজে!

১৭

উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

১৮

রাউজানে বিএনপি নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৯

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় দুজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছরের কারাদণ্ড

২০
X