রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া ৩ কেজি ১০০ গ্রামের ২ ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে দুটি ইলিশ আনু খাঁর আড়তে নিয়ে আসলে ব্যবাসীয়রা কিনে নেন।
জানা গেছে, দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ দুটি প্রতি কেজি ৪ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ৯৫০ টাকায় কিনে নেন। পরে দুপুর ১২টার দিকে তিনি পাবনার রূপপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৬৫০ টাকা দরে মোট ১৪ হাজার ৪১৫ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এ মৌসুমে পদ্মায় বড় ইলিশ পাওয়া এখন স্বপ্নের মতো। এবার পদ্মায় ইলিশের দেখা খুব কম মিলছে। তাই বড় ইলিশের খবর শুনে লাভের আশায় কিনে নেই। ওজন ও গড়ন ভালো থাকায় বিক্রির সময় দাম কিছুটা বেশি পেয়েছি। আগ্রহী একজন ব্যবসায়ী ফোন করে চাহিদা জানায় তার কাছেই ইলিশ দুটি বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে পদ্মা নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। অপরিকল্পিত ও অধিক হারে মাছ ধরা, বিশেষ করে জাটকা নিধন ও কারেন্ট জালে ইলিশের স্বাভাবিক বংশবৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, নদীর নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং পানি দূষণের কারণেও ইলিশের বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। পদ্মা ও মেঘনার বিভিন্ন পয়েন্টে চর পড়ে যাওয়ায় ইলিশ মাছের চলাচল সীমিত হয়ে পড়েছে। তাই ইলিশের প্রজনন মৌসুমে সব জেলেকে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। জাটকা রক্ষা করতে হবে। এ ছাড়া নদীর পরিবেশ রক্ষায়ও সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য করুন