গোপালগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে একযোগে গোপালগঞ্জে ৭ জন শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান সদর উপজেলার শহীদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ ছাড়া সদরের কাঠি ইউনিয়নের জিল্লুর শেখ, কোটালীপাড়া শোয়া গ্রামের রথিন বিশ্বাস, মুকসুদপুরের গঙ্গারাপুর গ্রামের বাবু মোল্লা, ছোট বনগ্রাম গ্রামের আরাফাত মুন্সি, গোপ্তার গাতী গ্রামের মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন স্ব স্ব উপজেলার প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সব জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন