চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় মিছিলে হার্ট অ্যাটাকে মারা গেলেন জামায়াত নেতা

জামায়াত নেতা আবুল কালাম। ছবি : কালবেলা
জামায়াত নেতা আবুল কালাম। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর বিজয় মিছিলে বক্তব্য প্রদানকালে স্ট্রোক করে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

মৃত আবুল কালামের বাড়ি লোহাগাড়া উপজেলার তেওয়ারি খিল এলাকায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন। তিনি বলেছেন, সাড়ে ৫টার দিকে লোহাগাড়া সদরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

খবর নিয়ে জানা জায়, মঙ্গলবার বিকেলে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশের আয়োজন করে লোহাগাড়া উপজেলা জামায়াত। একটি মিছিলে নেতৃত্ব দিয়ে সমাবেশে যোগ দিচ্ছিলেন মাওলানা কালাম। সামনের সারিতে থাকা জামায়াতের এই নেতা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, মিছিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম। পরে তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবালও উপস্থিত ছিলেন। তিনি ইসিজি পরীক্ষার পর জানান, আবুল কালাম স্ট্রোক করে মারা গেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী জানান, ‘মাওলানা আবুল কালাম ভাই আমার একদম পাশে ছিলেন। হঠাৎ দেখি তিনি অস্থির হয়ে পড়েছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান, তিনি আর নেই।’

মাওলানা আবুল কালামের এ আকস্মিক মৃত্যুতে মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন এবং পুরো বটতলী শহরে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন এবং দলের প্রতি তার নিষ্ঠা ও ত্যাগ সর্বজনবিদিত ছিল, যা স্থানীয় জামায়াতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন নেতাকর্মীরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁও ইউনিভার্সিটিতে এসইউ চ্যাম্পিয়নস লিগ সম্পন্ন

শতবর্ষের সম্প্রীতি, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা

চিনির বদলে গুড় খাওয়া কতটা ভালো জেনে নিন বিশেষজ্ঞের মতামত

খাগড়াছড়ির ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ-তিশা

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

১০

যুবলীগের ৩ নেতা আটক

১১

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১২

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

১৩

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১৫

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১৬

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১৭

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৮

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৯

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X