পাওনা ৭০০ টাকা চাওয়া কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবির মিয়া নামের অটোরিকশাচালকের শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আবিরকে (২৬) উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আবির মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাত আলীর ছেলে।
আবির জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে ৭০০ টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যায় দেখা হওয়ার পর আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহ আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করে। এরপর আবিরকে ‘চোর’ সাঁজিয়ে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা নেড়া করে দেন।
অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন