বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। পানি ঘোলা করে নির্বাচনকে বানচাল করা যাবে না। তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ৫ মিনিটে পানি পরিষ্কার করতে পারব।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর তারা ভেবেছিল বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপির অস্তিত্ব থাকবে না। তাদের এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি লাখো-কোটি ভালোবাসার মানুষের দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব ভালোবাসার দল। সেজন্য বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে।
দুলু আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর নির্যাতন, জ্বালাতন, অন্যায়, গুম, খুন, মামলাকে উপেক্ষা করে নেতাকর্মীরা বাংলাদেশের যে সংগ্রাম জাগিয়েছে এ সংগ্রামের প্রতিশ্রুতিতে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে শুধু নেতৃত্ব দিয়েছিল। বিএনপির ইতিহাস গঠনতন্ত্রে বিএনপির ইতিহাস বাংলাদেশ গঠনে।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, আরেকটি দল যারা গৌরবের সঙ্গে কথা বলেন তারা মুক্তিযুদ্ধের সময় যেমন পাকিস্তানে পালিয়েছিলেন তাদের নেতা শেখ হাসিনা ভারতে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয়। আর বিএনপির ইতিহাস সংগ্রামের, যুদ্ধের, দেশ গঠনের। বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সেও ছয় বছর জেল খেটেছেন। আমাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এইজন্য আমরা বিএনপি করি। বিএনপি করতে গৌরব বোধ করি।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে দেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ। এর আগে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি বিএনপি কার্যালয় থেকে বের হয়ে দাবানল মোড়, প্রেস ক্লাব, জাহাজ কোম্পানির মোড় পায়রা চত্বর, সিটি বাজার হয়ে টাউন হলের মাঠে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন