নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’, ‘আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে’, ‘নিপীড়কের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’সহ নানা ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পরে নারীদের পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেদের পরিচয় দিতে লজ্জা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আলী হোসেন নামের একজন শিক্ষার্থী তার সহপাঠীকে ধর্ষণের হুমকি দিয়েছে। আগামীতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে আমরা শক্ত হাতে প্রতিহত করব।
বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মুহাম্মদ শাহাজুদ্দীন, সহসভাপতি আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইরফানসহ অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন