কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে : সেলিমুজ্জামান

মহিলা দলের কর্মী সম্মেলনে সেলিমুজ্জামান সেলিমসহ বিএনপির স্থানীয় নেতারা। ছবি : সংগৃহীত
মহিলা দলের কর্মী সম্মেলনে সেলিমুজ্জামান সেলিমসহ বিএনপির স্থানীয় নেতারা। ছবি : সংগৃহীত

পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (০৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মুক্তমঞ্চে আয়োজিত উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বিলম্বিত কিংবা বানচালে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। তাতে কোনো লাভ হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, মানুষ অত্যন্ত সচেতন ও সজাগ। তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে।

সেলিমুজ্জামান সেলিম বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত সতেরো বছর মানুষের ভোটাধিকার হরণ করেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাশিয়ানীর মানুষ ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীর জয় নিশ্চিত করতে উন্মুখ হয়ে রয়েছে। একই সঙ্গে তারা এটাও প্রমাণ করতে চাই যে, শেখ হাসিনা এই জেলার মানুষ হলেও তার শাসনকালে ভোটাধিকার হরণ করা হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি গোপাল মোস্তাফা মোল্যা, জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ও সহ-সভাপতি সানজিদা আক্তার।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনশী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা, মহিলা দলনেত্রী শিলা বেগম ও ফারজানা পপি প্রমুখ।

কাশিয়ানীর সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ভোটাধিকার সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক সক্রিয়তা জাগরণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

১০

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১১

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১২

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১৩

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৪

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৫

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৬

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৭

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১৮

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১৯

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

২০
X