পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম 

পঞ্চগড়ে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ইমাম, ভুক্তভোগীদের বিক্ষোভ ও মানববন্ধন। ছবি : কালবেলা
পঞ্চগড়ে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ইমাম, ভুক্তভোগীদের বিক্ষোভ ও মানববন্ধন। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর ইউনিয়নের মালিগাছ এলাকার ২০টি পরিবারের কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন আতিকুর রহমান নামের এক ইমাম। এ ঘটনায় ওই গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ প্রতারক ইমামকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে। তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিরভাবে মিশে সম্পর্ক তৈরি করে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স-নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনার কথা বলে গোপনে গোপনে মানুষের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া সুদের মাধ্যমে অতিরিক্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দেড় বছরে গ্রামের বিভিন্নজনের কাছে ধারের নামে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগাছ এলাকার ২০টি পরিবার জুতা ও ঝাড়ু নিয়ে মানববন্ধন করে। এ সময় মানববন্ধনে ভুক্তভোগীরা প্রতারক ইমামের ছবিতে জুতা ও ঝাড়ু প্রদর্শন করে। মানববন্ধনে ভুক্তভোগীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অতি দ্রুত ওই ইমামকে গ্রেপ্তার করে টাকা আদায়ের দাবি জানিয়েছেন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রতারক ইমাম আতিকুর রহমান নাটোর জেলার সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোজাহার আলীর পুত্র। তবে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জাতীয় পরিচয়পত্র ভুয়া তৈরি করে স্থান নিয়ে কাজ করছে বলে জানান এ এলাকার ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, গত বছর ঐতিহ্যবাহী মালিগাছ বামনপাড়া জামে মসজিদে আতিকুর রহমানকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় আতিকুর রহমান নিজের গোপন পরিচয় রেখে মিথ্যা পরিচয়ে চাকরি নেন। তার কিছুদিন পর ওই ইমামতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা ও অসুস্থ্যতার কথা বলে সুদের মাধ্যমে অতিরিক্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দেড় বছরে গ্রামের বিভিন্নজনের কাছে ধারের নামে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। খোদ মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকেও ধার নিয়েছেন। এসব টাকা ভুক্তভোগীরা দেওয়ার চাপ দিলে গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে পালিয়ে যান ওই ইমাম। প্রায় ৪০ লাখ টাকা এভাবে হাতিয়ে রাতে অন্ধকারে ইমামের পালিয়ে যাওয়ার ঘটনায় চরম বিপাকে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম জানান, মালিগাছ বামনপাড়া জামে মসজিদের আমি একজন মুসল্লি। গত বছর ৩০ জুনে আমাদের মসজিদে আতিকুর রহমান নামের ইমামকে নিয়োগ দেও য়া হয়। জাতীয় পরিচয় ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি এ এলাকার মানুষের সঙ্গে নিবিরভাবে মিশে সম্পর্ক তৈরি করে। এ সময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স-ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনার কথা বলে গোপনে গোপনে অনেক মানুষের কাছে টাকা নেন। কিন্তু যার কাছ থেকে টাকা নিয়েছেন, তা অন্যজনকে জানাতে নিষেধ করেন। এভাবে তিনি প্রায় ১৮/২০ জনের কাছ থেকে লাভ দেওয়ার কথা বলে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। আমার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন সে। একজন মসজিদের ইমাম হয়ে কীভাবে এমন করতে পারল, তাই এখন এ প্রতারককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আরেক ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, ইমাম আমাকে দিনাজপুরের বিরলে ৪২ কিলোমিটার রাস্তার কাজ, সিরাজগঞ্জ ও পাবনায় ঠিকাদারি কাজ করছে বলে জানায় এবং টাকা দিয়ে সহযোগিতা করতে বলে। আমি তাকে ধার বাবদ ৩ লাখ টাকা দিয়েছিলাম। কিছুদিন আগে টাকা চাইতে গেলে জানায়, সেপ্টেম্বরে আমার বিল হবে, তখন দিয়ে দেবে। এখন দেখি গত ৪ সেপ্টেম্বর রাতে সে পালিয়ে গেছে। এখন আমি কী করব। টাকা কীভাবে উদ্ধার করব। ইমাম হয়েও এরকম প্রতারণা করবে তা তো জানা ছিল না। আমরা এ প্রতারককে গ্রেপ্তারের দাবিতে আজ রাস্তায় নেমেছি।

ভুক্তভোগী শাহিনা বেগম জানান, হুজুর (ইমাম) আমার বাসায় ভাড়া থাকতেন। আমার পরিবার থেকে তিনি ২ লাখ ২১ হাজার টাকা ধার নিয়েছেন। রাতের অন্ধকারে সে ৪ সেপ্টেম্বরে পালিয়ে গেছে। এখন আমার পরিবার আমাকে টাকার জন্য খুব চাপাচ্ছে। কী করব বুঝতে পারছি না। হুজুর হয়ে একরম প্রতারণা করতে পারে জানা ছিল না। এই প্রতারকের কঠিন বিচার চাই। টাকার উদ্ধার চাই।

মসজিদের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, এই ইমাম এমন প্রতারক হবে তা আমরা জানতাম না। তিনি আমাদের মসজিদের ইমামতি, বিভিন্ন মাহফিলে ওয়াজ করেছেন। তা দেখে আমরা খুব বিশ্বাস করেছিলাম। সে আমাদের এখানে বিভিন্নজনের কাছে টাকা-পয়সা নিয়ে এভাবে রাত ৩/৪ টার সময় উধাও হয়ে যাবে তা ভাবতে পারিনি।

কীভাবে টাকা নিয়েছে জানতে চাইলে তিনি জানান, সে এলাকার বিভিন্নজনের কাছে কয়েকদিনের জন্য বলে টাকা ধার নিয়েছেন। যার কাছে নিয়েছেন, তাকে অন্যের সাথে তা বলতে নিষেধ করেছেন। এভাবেই সে বিভিন্নজনের কাছে টাকা নিতে নিতে প্রায় ৪০ লাখ হাতিয়ে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। শুনেছি, সে বগুড়াতেও এরকম এক এলাকায় কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। আমরা এ প্রতারক ইমামকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছি। তেঁতুলিয়া থানাতেও অভিযোগ দিয়েছি।

ভজনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার কাজিম উদ্দিন জানান, এলাকাবাসীর কাছে আমি শুনেছি বিষয়টি। একজন ইমাম হয়ে কীভাবে এতগুলো মানুষের কাছ টাকা ধার নিয়ে পালিয়ে যেতে পারে তা ভাবতে পারছি না। তাই প্রতারক ইমামকে গ্রেপ্তার করে এই ভুক্তভোগী মানুষগুলোর টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণ করা হোক।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী জানান, এটি একটি বড় ধরনের অপরাধ। আমার কাছে ভুক্তভোগীরা এসেছিল তারা লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা দেখছি এবং থানায় অভিযোগ করার বিষয় পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

দেবের প্রশংসায় ইধিকা

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১০

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১১

জ্বালানি তেলের দাম কমবে কবে

১২

ভুল করে বাসের ভাড়া না দিলে কী করবেন? যা বলছেন আলেমরা

১৩

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

১৪

২১ আগস্ট গ্রেনেড হামলা, আপিলের রায় ৪ সেপ্টেম্বর

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬

ভিসা ইস্যু করা নিয়ে যে তথ্য জানাল যুক্তরাষ্ট্র

১৭

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

১৮

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

১৯

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

২০
X