

সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কালা মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ১২ আগস্ট দুপক্ষের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। শুক্রবার দুপুরে আবার কামরুল ও মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন