রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ

রংপুরে সাংবাদিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
রংপুরে সাংবাদিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রংপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নগর ভবনে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর কাচারিবাজার থেকে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে নগর ভবনে তুলে আনা হয়।

সাংবাদিক লিয়াকত আলী বাদল অভিযোগ করেন, তাকে জোর করে তুলে এনে মারধর ও হেনস্তা করা হয়। পরে সংবাদ প্রকাশের জন্য ভুল স্বীকার করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমার কাছে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়।

ঘটনা জানাজানি হলে রংপুরে কর্মরত সাংবাদিকরা নগর ভবনে ছুটে যান। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা প্রধান নির্বাহীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সাংবাদিকরা জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার অপসারণ দাবি করেন।

মারধরের শিকার সাংবাদিক লিয়াকত আলী বাদল অভিযোগ করেন, একটি সংবাদ প্রকাশের জেরে জাহাজ কোম্পানির বাসিন্দা এনায়েত রকির নেতৃত্বে ১৫-২০ জন তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। এ ঘটনায় রংপুরের বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ইন্ধন দিয়েছেন।

বাদল বলেন, গত ১৭ সেপ্টেম্বর তিনি দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যে পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাচারিবাজার মোড়ে উপস্থিত থাকার সময় জুলাইযোদ্ধা পরিচয়দানকারী এনায়েত রকি ফোন করে তার অবস্থান জেনে দলবলসহ সেখানে পৌঁছান। পরে তাকে সিটি করপোরেশনে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ও মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনায়েত রকি নিজেকে জুলাই আন্দোলনের একজন ‘রাজবন্দি সৈনিক’ দাবি করে বলেন, আমাদের কর্মসংস্থানের সুব্যবস্থার জন্য যদি সরকারি কোনো অর্থায়ন কেউ কোনো দিক দিয়ে করে, তবে সেটাকে নিয়ে লেখালিখি করার দরকার আাছে? তার দাবি, ওই সাংবাদিককে আপসে নিয়ে আসা হয়েছে। তাকে কোনো অসম্মান করা হয়নি।

তবে লিয়াকত আলী বাদল বলেন, রকি ও তার সঙ্গে থাকা লোকরা তাকে টেনেহেঁচড়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার কক্ষের কাছে নিয়ে যান। এ সময় জোর করে ওই রুমে ঢোকানোর চেষ্টা করেন। তখন তারা ওই সংবাদ প্রকাশের জন্য ভুল স্বীকার করতে বলেন।

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সালেকুজ্জামান সালেক বলেন, পাঁচ আগস্টের পর সাংবাদিকদের ওপর এমন আচরণ ফ্যাসিস্ট হাসিনার যুগের কথা মনে করিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমাকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমা বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। নিউজের জন্য মাফ চাইতে সাংবাদিকদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না।

মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনের নাম আমরা শনাক্ত করতে পেরেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অন্যদের চিহ্নিত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জবি শিক্ষার্থীদের

খাবার নয়, শুধু ইঞ্জিন তেল খেয়ে বেঁচে আছেন যুবক

ফখর জামান আউট কি না, জানালেন ওয়াকার ইউনুস

চট্টগ্রামের মণ্ডপ-মন্দিরে উৎসবের আমেজ, সেনাবাহিনীর উপস্থিতিতে ভক্তদের আনন্দ দ্বিগুণ

শেষ মুহূর্তের ব্যস্ততা খুলনার মণ্ডপগুলোতে

বুমরাহকে বিব্রতকর রেকর্ড উপহার দিল পাকিস্তান

হানিয়া আমিরের আগমনে যে হতাশার কথা জানালেন বারিশা হক

বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনো প্রস্তুত নয় : আমীর খসরু

একযোগে ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

হ্যান্ডশেক বিতর্কে সরব আজহার, বললেন ‘খেলতে গেলে পুরোটা খেলো’

১০

ভারতের আসল শত্রু কে, জানালেন নরেন্দ্র মোদি

১১

নিজের খরচে মসজিদ নির্মাণ করে দিলেন তামিম ইকবাল

১২

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

১৩

বরিশালে দেবী দুর্গাকে বরণে প্রস্তুত ৬৪০ মণ্ডপ

১৪

আপনার পাসওয়ার্ড হ্যাক করতে কত সময় লাগতে পারে? জেনে নিন

১৫

আমির হামজার দাবি নিয়ে জাবি প্রশাসনের প্রতিবাদ

১৬

ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

১৭

প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়েতে একসঙ্গে! জায়েদ-মাহিকে ঘিরে জল্পনা তুঙ্গে

১৮

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বললেন ম্যাজিস্ট্রেট

১৯

আবারো উত্তপ্ত এশিয়া কাপ, টসে হাত মেলালেন না সূর্যকুমার ও সালমান

২০
X