ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারকাজ না হওয়ায় সড়কগুলো এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ মরণফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় প্রতিদিন হাজারো মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
অধিকাংশ সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরুনীয়া রোড, রাজৈ-পনাশাইল রোড, ঝালপাজা রোড, ভয়টাপাড়া রোড, সাতেঙ্গা রোড ও কুচখালী রোডের। এ ছাড়া উপজেলার অসংখ্য গ্রামীণ রাস্তা একইভাবে বেহাল দশায় রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব সড়ক নির্মাণের পর ১০ থেকে ১২ বছর পার হলেও কোনো সংস্কারকাজ হয়নি। বর্ষায় খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তা ও গর্তের পার্থক্য বোঝা যায় না বলে প্রায়ই অটোরিকশা ও ভ্যান উল্টো দুর্ঘটনা ঘটে, আহত হন চালক ও যাত্রীরা। জরুরি রোগী ও প্রসূতিকে উপজেলা হাসপাতালে নেওয়াও হয়ে পড়েছে কষ্টসাধ্য।
ভয়টাপাড়া এলাকার শাহাদাত হোসেন বলেন, রাস্তাটি অনেক দিন আগে তৈরি হলেও সংস্কার করা হয়নি। চলাচলে খুব সমস্যা হচ্ছে, দ্রুত সংস্কার প্রয়োজন। অটোরিকশাচালক জসিম বলেন, ভাঙা রাস্তায় গাড়ি চালানো কষ্টকর, প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার ঝুঁকি থাকে।
সাতেঙ্গার চাকরিজীবী মো. রাকেস বলেন, রাস্তা সংস্কার না হওয়ায় সকালে অফিসে যাওয়ার সময় অনেকেই পড়ে যান। রাস্তায় চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে।
এ বিষয়ে ভালুকা উপজেলা প্রকৌশলী মো. মাফুজুর রহমান কালবেলাকে জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উপজেলার অনেক সড়কেই খানাখন্দ সৃষ্টি হয়েছে। গুরুত্বের ভিত্তিতে কিছু রাস্তা মেরামতের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ভালুকা একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ায় অনেক গ্রামীণ রাস্তাই গুরুত্বপূর্ণ। কিছু রাস্তা রিজিড পেভমেন্টের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি, এ মাসেই মিটিং হয়ে গেলে দ্রুত গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার শুরু হবে। বাকিগুলো অর্থ বরাদ্দের ওপর নির্ভর করবে।
মন্তব্য করুন