সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাসমান ব্যবসায়ীদের দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলাগঞ্জ সাদাপাথরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
আটকরা হলেন- মোহাম্মদ রায়হান উদ্দিন (২৫), আব্দুল কাদির (২৫), মো. লিটন আলী (৩৮), মোহাম্মদ রহিম মিয়া (১৯) ও আলী আহমদ (২৮)।
ওসি রতন শেখ পিপিএম কালবেলাকে বলেন, ভোলাগঞ্জ সাদাপাথরে দোকান বসানোকে কেন্দ্র করে ভাসমান ব্যবসায়ীদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আমরা ৫ জনকে আটক করেছি।
মন্তব্য করুন