চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে ভুগছিলেন যানজট, গর্ত আর ক্ষতিগ্রস্ত সড়কের ভয়াবহতায়। অবশেষে সেই ভোগান্তি কাটছে। প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার নতুন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা গ্রামের দৈনন্দিন জীবনকে নিরাপদ ও সহজ করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নোয়াপাড়া পথেরহাটে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই, ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।
নতুন সড়কগুলোর মধ্যে রয়েছে পথেরহাট বাজার থেকে শীলপাড়া সড়ক, শেখপাড়া সড়ক, চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক, পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন সড়ক।
সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। এর আগে গত মাসে একই ইউনিয়নের জরাজীর্ণ প্রায় ৯ কিলোমিটার তিনটি সড়ক আরসিসি পাথর ঢালাই করে নির্মাণ করেছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত এক দশক ধরে সরকারি সংস্কার কাজ না হওয়ায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত ছিল এবং যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি করছিল। এই দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন, যিনি ছয়বার বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে পুরস্কৃত হয়েছেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কগুলো পাশে ১৪ থেকে ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। কাজটি আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ মোক্তার আহমদ, আলহাজ মুহাম্মদ আবু তাহের, ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুক আজম, প্রকৌশলী নুর আম্বিয়া, শিক্ষক খসরুল আমিন চৌধুরী, ব্যবসায়ী সরোয়ার হোসাইন, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও ইউপি সদস্য মাসুদ পারভেজ।
গ্রামবাসীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী আলহাজ আবু বক্কর সওদাগর, কসমিক হাসপাতালের পরিচালক আজিজুল হক, মেঘনা ব্যাংক ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, জসিম উদ্দিন মেম্বর, সমাজসেবক খায়েজ আহমদ, নুর উদ্দিন রওশন, খোরশেদ মেম্বর।
উদ্বোধনের পর পৃথক পৃথক সড়কে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরী, শাহজাদা মাওলানা আজহার মাইজভান্ডারী এবং মাওলানা মহিউদ্দিন।
মন্তব্য করুন