উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

বন্যার স্রোতে ভেঙে যাওয়া বড়ুয়া সেতু ৮ বছর ধরে এভাবেই পড়ে আছে। ছবি : কালবেলা
বন্যার স্রোতে ভেঙে যাওয়া বড়ুয়া সেতু ৮ বছর ধরে এভাবেই পড়ে আছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বড়ুয়া সেতু ২০১৮ সালের বন্যায় তীব্র স্রোতে ভেঙে যায়, যা আট বছর ধরে এভাবেই পড়ে আছে। এই সেতু দিয়ে তবকপুর ও পার্শ্ববর্তী ইউনিয়ন রানীগঞ্জের প্রায় ২০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াতে বিপাকে পড়েছেন। বেশি ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরা। সেতুটি ভেঙে পড়ার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা শহরের হাসপাতাল মোড় থেকে বড়ুয়া তবকপুর হয়ে ইউনিয়নের রসুলপুর চুনিয়ারপার মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করেছিল। সড়কের পাঁচ কিলোমিটার দূরত্বে বড়ুয়া তবকপুর বাজারের কাছে নির্মিত সেতুটি নির্মাণের চার বছর পরই ২০১৮ সালের বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এতে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। এরপর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন দীর্ঘ ৮ বছর ধরে চলা শিক্ষার্থী, নারী, শিশু, রোগী, ব্যবসায়ীরা ও যানচালকরা। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাননি এলাকাবাসী।

সরেজমিন ভেঙে যাওয়া সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর পাশ দিয়ে পানির ওপরে তৈরি করা ড্রামের ভেলায় করে এপার থেকে ওপার পাড়ি দিচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা। সেতুটির সঙ্গেই সড়কের মধ্যে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেতুটির দুপাশে আবাদি জমি বিলীন হয়েছে প্রায় এক একর। ফলে উলিপুর থেকে আসা বিভিন্ন যানবাহনে মানুষজন সেতুর উত্তর প্রান্তে নামছেন। কেউ ড্রামের ভেলা করে, আবার কেউ কৃষিজমির আইল ধরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাচ্ছেন। কোনো যানবাহন না থাকায় পায়ে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।

শ্রীবল্লভ কবিরাজপাড়া এলাকার বাসিন্দা শেয়ার আলী বলেন, সেতুটি নির্মাণের চার বছর পরই ২০১৮ সালের বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এতে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। এরপর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। দীর্ঘ আট বছর ধরে চলা এই ভোগান্তিতে দুই পাড়ের হাজার হাজার মানুষ। আমরা এলাকাবাসী সেতু দিয়ে চলাচল করতে পারছি না। ড্রামের ভেলা বানিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতু তৈরির দাবি জানান।

তামকুরিপাড়া ও বড়ুয়া এলাকার বাসিন্দা সোমা আক্তার, আছমা বেগম, বুলবুলি বেগম, আশরাফুল ইসলাম ও ইসমাইল হোসেন জানান, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই সেতুটি পুনরায় নির্মাণ কাজ হচ্ছে না। সেতুটি ভেঙে যাওয়ার আট বছর পেরিয়ে গেলেও কোনো বরাদ্দ পাচ্ছে না বলে ক্ষিপ্ত হয়ে উঠেন।

তারা অভিযোগ করে বলেন, সেতুটি দিয়ে যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে এলাকার ছোট ছোট শিশু বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর পূর্ব ও পশ্চিম পাশে কবিরাজপাড়া, তামকুড়িপাড়া, শেখপাড়া, ভাটিয়াপাড়া, নয়াগ্রাম, শ্রীবল্লভ, রাধাবল্লভ, রাজারঘাট, মাঝিপাড়া ও খতুপাড়াসহ প্রায় ২০টি গ্রামের ৪০ হাজার লোক এই সেতুর ওপর দিয়ে চলাচল করেন। এছাড়া সেতুর দুপাশে থাকা বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধাবল্লভ উচ্চ বিদ্যালয় ও তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে।

বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরশি আক্তার, মীম আক্তার ও রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুরভী আক্তার বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় আমরা স্কুলে যেতে পারছি না। ড্রামের ভেলা দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও আমরা ভয়ে পারাপার হতে পারছি না। এপার থেকে ওপারে যেতে কখন যেন ভেলা উল্টে পানিতে পড়ে যাই।

বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরছালিমা আক্তার ও রিক্তা রানী বলেন, সেতুর ওপর দিয়ে চলাচল করতে না পাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক কমে গেছে। অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণ করে দিয়ে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জোর দাবি জানান তারা।

তবকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল মিয়া জানান, সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কর্তৃপক্ষের কাছে দ্রুতই সেতু নির্মাণের দাবি জানান তিনি।

উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, নতুন করে সেতুর প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা কালবেলাকে বলেন, ব্রিজটি সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পে ডিপিপি ভুক্ত রয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়লে এটার অনুমোদন পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১০

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

১১

ঘুষের অভিযোগ / দুদকের শুনানিতে বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

১২

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

১৩

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

১৪

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

১৬

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

১৭

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

১৮

স্টেডিয়ামে ধ্বংস করা হলো উদ্ধারকৃত ১৬ ককটেল

১৯

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

২০
X