‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’- এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাব রেজিস্টারের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর ও জেলার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুন্ডু। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট রাজনৈতিক নেতাসহ, মালিক-শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। গাড়ি চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনারোধে পরিবহন মালিক, গাড়ি চালক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার সচেতনতা জরুরি। এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলতে হবে।
তারা আরও বলেন, সরকার সড়ক-মহাসড়ককে নিরাপদ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। গাড়ি চালকদের প্রশিক্ষিত করতে হবে। সড়ক নিরাপদ করতে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করেছে। এই আইন যথাযথভাবে প্রয়োগ করলে দেশে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর প্রতিনিধি মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী বলেন, গাড়ির চালকদের রাস্তায় প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালনো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করা থেকে বিরত থাকা এবং ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান।
তিনি আরও বলেন, সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক বিআরটিএ নোয়াখালী সার্কেল কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার ও সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জনবহুল স্থানে পোস্টার লাগানো হয় এবং উক্ত কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।
মন্তব্য করুন