

চট্টগ্রাম নগরীতে বাসে যাত্রী বেশে ওঠা মোবাইলফোন ছিনতাইকারীকে নিয়ে থানায় হাজির হয়েছেন এক চালক। নগরীর কাস্টমস মোড় এলাকায় রোববার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর থানা সূত্র জানিয়েছে, এ ঘটনায় আকবর নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার তিন সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যাত্রীদের বরাতে ওসি আফতাব উদ্দিন সোমবার (২৭ অক্টোবর) কালবেলাকে জানান, সিটি সার্ভিসের একটি বাসে বাসায় ফিরছিলেন আরিফ হোসেন নামে এক যাত্রী। নিজ আসনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলফোনে ইউটিউব দেখছিলেন তিনি। হঠাৎ তার পাশে যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা একজন তার ফোনটি নিয়ে নেন।
তিনি জানান, এ ঘটনায় বাসের দরজা বন্ধ করে সব যাত্রীর ফোন যাচাই করতে বলা হলে অভিযুক্ত আকবর মোবাইলটি এক যাত্রীর কাছে ফেলে নেমে যেতে চান। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আকবর ছুরি বের করে চালকের সহকারীকে ছুরিকাঘাত করেন। এ সময় চলন্ত অবস্থায় তার তিন সহযোগী জানালা দিয়ে পালিয়ে যান। পরে চালক বাস না থামিয়ে বন্দর থানায় বাসটি নিয়ে আসেন।
মন্তব্য করুন