ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় শিশু দুটিকে সহায়তা তুলে দিচ্ছেন হাসান জাফির তুহিন। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় শিশু দুটিকে সহায়তা তুলে দিচ্ছেন হাসান জাফির তুহিন। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে মানবিক কর্মসূচির মাধ্যমে শিশু দুটিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

‘ছোট ভাই ও সংসারের দায়িত্ব চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছোট্ট মরিয়মের কাঁধে!’—শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিশুর অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি তারেক রহমানের নজরে আসে। এ সময় তার পক্ষ থেকে এতিম মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার সম্মাননা প্রদান করা হয় ও পড়ালেখা চালিয়ে নিতে মাসিক শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলমত নির্বিশেষ বাংলাদেশের সকলকে সঙ্গে নিয়ে মানবতার নতুন বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর। প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় সকলকে সঙ্গে নিয়ে মানবতার বাংলাদেশ বিনির্মাণের মিশন অনেক আগে থেকেই শুরু করেছেন।’

তিনি আরও বলেন, মানবতার সেবায় ‘আমরা বিএনপি পরিবার’ সারা দেশের এ যাবৎ ৪০টি জেলায় হতদরিদ্র, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে তাদের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন। আরও উপস্থিত ছিলেন—জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা।

উপজেলার মাদারবাড়িয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর কয়েক বছরখানেক আগে ইসমাইল ও মরিয়ম দুটি শিশু সন্তান রেখে হঠাৎ করে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। এরপর তাদের মা অন্যের বাড়িতে কাজ করে ওই দুইটি সন্তানকে ভরণ পোষণ করে আসছিলেন কিন্তু প্রায় মাসখানেক আগে শিশু দুটি রেখে হঠাৎ করে তাদের মাও মারা যান। এতে অবুঝ দুই শিশুসন্তান দিশেহারা হয়ে পড়েন। এমন ঘটনায় এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে অসহায় শিশু দুইটির জন্য বিত্ত মানদের নিকট সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু 

ফ্লাইওভারের নিচে যুবকের মরদেহ

বেশি বয়সি পুরুষদের প্রতি আকৃষ্ট সিডনি সুইনি 

রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলল দুর্বৃত্তরা

যমুনা গ্রুপে চাকরির সুযোগ

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, শত শত ফ্লাইট বাতিল

জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

খাবার খেয়ে ঘুমাতে যায় আরশি, বোন এসে দেখে নিথর দেহ

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার খবর কী

যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

১০

হাসপাতালে নবজাতকসহ চিরকুট, সহায়তায় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’

১১

গৌরী খানের পরামর্শেই বদলে যায় অমৃতার ভাগ্য

১২

মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে সেমিফাইনালে মায়ামি

১৩

মিশরের মরুভূমিতে মিলল গ্যাসের খনি, মজুত কত?

১৪

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্য

১৫

এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

১৬

কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

১৭

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে

১৮

রাজনীতি থেকে অভিনয়ে ফিরলেন সায়নী ঘোষ

১৯

সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১

২০
X