

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে দুর্বৃত্তরা পার্কের প্রধান ফটকের পাশের নামফলকে আগুন ধরিয়ে দেয় এবং একই সময় ফটকের সামনে একটি ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে নামফলকের অংশবিশেষ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়া এলাকায় স্থাপিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে পাইপের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পার্কের নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, ‘ভোরের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গেটের পাশে এসে আগুন লাগায়। পরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। আমরা সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলি।’
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার কিছুক্ষণ পর কালিয়াকৈরের মেদিআশুলাই এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়। এতে যন্ত্রটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। এ দুই ঘটনায় শিল্পাঞ্চলে আতঙ্ক বাড়ছে।
পরপর অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কারখানার শ্রমিকদের মাঝেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিল্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
মন্তব্য করুন