বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান বাংলাদেশের হৃদয়ের কথা জানেন এবং বোঝেন : রিজভী

অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন রুহুল কবির রিজভীসহ অতিথিরা। ছবি : কালবেলা
অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন রুহুল কবির রিজভীসহ অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই বিপ্লবের পটভূমির রচয়িতা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০ নভেম্বর তার জন্মদিন। কিন্তু তিনি কেক কাটতে নিষেধ করেছেন। এমনকি আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন না করারও নির্দেশ দিয়েছেন। বরং জনগণের সেবা করার নির্দেশ দিয়েছেন। তারেক রহমান বাংলাদেশের হৃদয়ের কথা জানেন এবং বোঝেন।

তিনি বলেন, রাজনীতিকে মানুষের কল্যাণে পরিচালিত করতে চান তারেক রহমান। তিনি অনেক দূরে বসেও বাংলাদেশের কোন মানুষটি কী ধরনের দুঃখ-দুর্দশার মধ্যে রয়েছেন সেই খবর তিনি রাখছেন এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

তারেক রহমানের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানকে মানবতার দূত আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, রাজনীতির মুখ্য উদ্দেশ্যে মানবসেবা। সেটাই তারেক রহমান তার কর্মকাণ্ডে বারবার প্রমাণ দিচ্ছেন। তিনি মানবতার হাইকমিশনার বা দূত হিসেবে কাজ করে যাচ্ছেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সেকারণেই এস আলম নামে একটি ব্যবসায়িক গ্রুপের একজন প্রহরীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে।

শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গে বেঈমানি করেছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, যারা শেখ হাসিনার জন্য মানুষের ওপর অত্যাচার করল সেই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সবাইকে ফেলে তিনি শুধু তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে যারা শিশুর রক্ত পান করে তারা যখন পতন দেখে তখন তারা নিজেদের লোকদের নিয়ে পালিয়ে যায়। পৃথিবীতে যুগে যুগে স্বৈরশাসকদের পরিণতি এমনই হয়েছে। যারা নিজের দেশের সঙ্গে বেঈমানি করে, স্বাধীনতার সঙ্গে বেঈমানি করে যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি এমনই হয়।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শহরের শহীদ খোকন পার্কে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

সেবামূলক এ মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২-এর ঘটনায় যা বললেন ডিসি মাসুদ 

শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি : আবিদুল ইসলাম

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার, ১৫ গ্রামের মানুষের মুখে হাসি

অস্থিরতার মধ্যে বাস করছেন, জানালেন মির্জা ফখরুল

সদরঘাটে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, আটক ৩ 

মুশফিকের শততম টেস্ট নিয়ে বিসিবির বিশেষ আয়োজন

আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল বিড়াল, অতঃপর...

ধানক্ষেতে গিয়ে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী

১০

স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

১১

শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে : ব্যারিস্টার মীর হেলাল

১২

বিসিবির কমিটিতে বড় পরিবর্তন

১৩

হারুনের মনোনয়ন বাতিল চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১৪

তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না : মনিরুল হক চৌধুরী

১৫

‘আমজনগণ পার্টি’ নিয়ে আপত্তি, সিদ্ধান্ত জানাবে ইসি

১৬

আরেক দফা কমলো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর

১৭

সাতক্ষীরা জামায়াতের নয়, ধানের শীষের ঘাঁটি : আব্দুর রউফ

১৮

ভারতের বিপক্ষে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

১৯

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থসংশ্লিষ্ট ৩ ব্যক্তির শেয়ার ফ্রিজ

২০
X