চুয়াডাঙ্গার জীবননগরে আমগাছ থেকে রুহুল আমিন নামের এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিনাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন (৬৫) একই গ্রামের কৈখালী পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রুহুল আমিন দীর্ঘদিন আলসারে ভুগছিলেন। গত আট মাস আগে তার ছোট ছেলে আল আমিন বিয়ে করেন। বিয়ের এক মাসের মধ্যে হঠাৎ তিনি মারা যান। দীর্ঘদিনের রোগ ও সন্তান হারানোর শোকে রুহুল আমিন হতাশাগ্রস্ত ছিলেন।
সন্ধ্যার পর স্থানীয় কয়েক কৃষক বন্দের মাঠ থেকে কাজ শেষে ফেরার পথে দেখতে পান একটি আমগাছের ডালে রুহুল আমিন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। কৃষকদের চিৎকারে পরিবারে সদস্যরা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবার পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
মন্তব্য করুন