চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আউসাফ কনভেনশন হলের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় কাপ্তাই সড়কের পাশে কনভেনশন হলটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়েল হোল্ডিংস লিমিটেডের পরিচালক ওসমান গণি।
উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী কনভেনশন হলটি পরিদর্শন করেন এবং এর প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, এর আগে রাঙ্গুনিয়া-কাপ্তাইসহ আশপাশের এলাকার যে কোনো সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠানের জন্য ছুটতে হতো চট্টগ্রাম শহরের বিভিন্ন হলে। এবার হলটি চালু হওয়ায় চট্টগ্রাম শহরের চেয়ে অর্ধেক খরচে রাঙ্গুনিয়াতেই এ ধরনে সুবিধা পাওয়া যাবে। দ্বিতলবিশিষ্ট হলটিতে এসি সুবিধার পাশাপাশি অটোমেটিক জেনারেটর ব্যবস্থা, সিসি ক্যামেরা ও কমিউনিটি হলের যাবতীয় সুবিধা রয়েছে।
মন্তব্য করুন