চুয়াডাঙ্গার জীবননগরে ২০ পিস ইয়াবা ট্যালেটসহ মো. হাসানুর রহমান(৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উথলীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত একই গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
গতকাল রাত এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, গতকাল রাতে উপজেলার উথলী আখ সেন্টার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসানুর রহমান নামের এক ব্যক্তির তল্লাশি করলে তার নিকট হতে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন