সাভারে পূর্বশক্রতার জের ধরে একই পরিবারের তিনজনসহ সাত জনকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২৩ অক্টোবর) সকালে সাভারের নামা বাজার ব্রিজে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের চর বড়দাইল এলাকার শহিদ মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার মাসুদের বিরোধ চলে আসছিল। সকালে শহিদের পরিবারের লোকজনসহ সাতজন একটি অটোভ্যানের করে সাভারে যাচ্ছিলেন। পথে সাভারের নামা বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা মাসুদ, মিঠুসহ একদল অস্ত্রধারী অটোভ্যানটি থামিয়ে তাদের এলোপাথারী কোপানো শুরু করে। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় দ্রত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানায় ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন