কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। সোমবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির মুখপাত্র মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের ৩টি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি ৩টি তছনছ হয়ে যায়। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। হতাহত আরও বাড়তে পারে।
দুর্ঘটনাস্থলে শত শত স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও উদ্ধার কাজ চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির ৩টি বগি দুমড়েমুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোতে অনেক যাত্রী চাপা পড়ে আছেন। কে জীবিত- কে মারা গেছেন বলা যাচ্ছে না। তাদের উদ্ধারে অভিযান চলছে।
ঘটনার পর ভৈরব ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন