উপকূলীয় প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাব, বৃষ্টিপাত শুরু

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে আকাশ মেঘে ঢেকে থাকলেও দুপুর থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হামুনে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেটি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিরামহীন বৃষ্টি আর ঝড়ের সময় এগিয়ে আসায় উপকূলবাসীর উদ্বেগ বেড়েছে। নিম্নচাপের প্রভাবে জেলার আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা উপজেলার কপোতাক্ষ, খোলপেটুয়া, গলঘেষিয়া ও বেতনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ।

এ ছাড়া সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টের প্রায় ২৯৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ থাকাতে ওই এলাকার জনপদগুলো ঝুঁকিতে রয়েছে।

শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার বাসিন্দা রানা হোসেন জানান, উপকূলীয় এলাকা নদীবেষ্টিত। এখানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে প্রতিনিয়ত দুর্যোগের সম্মুখীন হতে হয় তাদের। সরকার থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করতে দেখা যায় না। যে কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে থাকেন তারা।

সরেজমিনে দেখা যায়, একই উপজেলার ভেটখালি, হরিনগর, মুন্সিগঞ্জসহ পাশ্ববর্তী অনেক এলকার অধিকাংশ বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এছাড়া আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদরসহ বিভিন্ন স্থানে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে এসব এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে এলাকাবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোর ঝুঁকিপূর্ণ এলাকায় এক নম্বর সতর্কতা সংকেত অবলম্বন করতে বলা হয়েছে। পরবর্তী সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-১) নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন বলেন, পাউবো-১ এর আওতাধীন বেড়িবাঁধ গুলোর ভিতরে প্রায় চার কিলোমিটার ভেরিবাধঁ ঝুঁকিপূর্ণ রয়েছে। যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-২) নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, পাউবো-২ এর আওতাধীন বেড়িবাঁধগুলোর ভিতরে ২৯৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে আমরা পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ করে রেখেছি। যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে তৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১০

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১১

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১২

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৩

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৪

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৫

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৬

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

১৭

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১৮

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১৯

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

২০
X