সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় ৫ মাসের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিশুর মৃত্যুটি মারা যায় বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

মারা যাওয়া শিশুর নাম অলি উল্লাহ, সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুর হাজিদ নগর গ্রামের আব্দুল আহাদের পুত্র।

নিহত শিশুর স্বজনরা জানান, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ মাসের শিশুটি অলি উল্লাহকে নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি করেন বাবা আব্দুল আহাদ। ভর্তির পর থেকেই অভিযোগ চিকিৎসায় অবহেলার। পাতলা পায়খানা ও জ্বর নিয়ে সহকারী অধ্যাপক ডা. সুলতানা বেগমের তত্ত্বাবধানে ভর্তি করা হয় শিশুটিকে। তবে পাঁচ মাসের শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি না করে ভর্তি করা হয় ডায়রিয়া ওয়ার্ডে। এছাড়া শিশুটিকে তিনবার অক্সিজেন দেওয়ার কথা থাকলেও মুমূর্ষু অবস্থায় একবার অক্সিজেন দেওয়ার পরই মারা যায়।

শিশুটির বাবা আব্দুল আহাদ বলেন, ছেলের অসুস্থতার জন্য আমি নর্থ ইস্ট হাসপাতালে ডাক্তার দেখাতে আসি। ডা. শাহরিয়ার আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করতে বলেন। তখন ডা. সুলতানা বেগমের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর থেকে কোনো ডাক্তার এসে আমার বাচ্চাকে দেখেনি। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ডা. শাহরিয়ার এসে দেখেছেন।

তিনি বলেন, ডাক্তার এসে বলেছেন, আপনার বাচ্চাকে স্যালাইন লাগাতে হবে। পাইপ দিয়ে খাবার খাওয়াতে হবে। কিন্তু স্যালাইন লাগালে বাচ্চার পেট ফুলে উঠে। তাই দেখে একাধিকবার ডাক্তারকে ডাকলেও তিনি যাননি। আমাকে ওয়ার্ডে যেতে বলেন। এরপর নার্স এসে অক্সিজেন লাগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার বাচ্চাটা মারা যায়।

তিনি আরও বলেন, আমি বার বার বাচ্চাকে কোলে করে ডাক্তারের রুমে গেলেও ডাক্তার আমাদের তাড়িয়ে দেন। বাচ্চা মারা যাওয়ার পর তারা এসে আমার বাচ্চাকে আইসিইউতে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন ডাক্তার ঐশি বলেন, রোগীর অবস্থা তখন খারাপ ছিলো। আমি নার্সকে বলেছি নেবুলাইজার দেওয়া হয়েছে কিনা, তখন নার্স জানায়- দেওয়া হয়েছে।

নর্থ ইস্ট হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। সকালে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

হাসপাতালের পরিচালক নাজমুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কল দিলেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা কালবেলাকে বলেন, নর্থ ইস্ট হাসপাতালে একটি শিশু মৃত্যুর খবর পেয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে আমাদের পুলিশ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন’

সকালের যে ৫ অভ্যাস রাতের ঘুম নষ্ট করে

আজ বেগম রোকেয়া দিবস

জাপানে ভূমিকম্পের সর্বশেষ অবস্থা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

টানা ৪ দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন-লুটপাট

যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার ‘গ্যারান্টি’ চান জেলেনস্কি

ঢাকায় শীতের আমেজ, কমছে তাপমাত্রা 

১০

গরম না ঠান্ডা পানি? শীতে গোসলের আগে যেগুলো মাথায় রাখবেন

১১

অ্যাকাউন্টসে নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন

১২

এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিলিং বিভাগ অফিসার নেবে আকিজ বশির গ্রুপ

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

জাপানে সুনামির সব সতর্কতা প্রত্যাহার

১৮

ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা

১৯

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

২০
X