সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় ৫ মাসের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিশুর মৃত্যুটি মারা যায় বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

মারা যাওয়া শিশুর নাম অলি উল্লাহ, সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুর হাজিদ নগর গ্রামের আব্দুল আহাদের পুত্র।

নিহত শিশুর স্বজনরা জানান, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ মাসের শিশুটি অলি উল্লাহকে নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি করেন বাবা আব্দুল আহাদ। ভর্তির পর থেকেই অভিযোগ চিকিৎসায় অবহেলার। পাতলা পায়খানা ও জ্বর নিয়ে সহকারী অধ্যাপক ডা. সুলতানা বেগমের তত্ত্বাবধানে ভর্তি করা হয় শিশুটিকে। তবে পাঁচ মাসের শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি না করে ভর্তি করা হয় ডায়রিয়া ওয়ার্ডে। এছাড়া শিশুটিকে তিনবার অক্সিজেন দেওয়ার কথা থাকলেও মুমূর্ষু অবস্থায় একবার অক্সিজেন দেওয়ার পরই মারা যায়।

শিশুটির বাবা আব্দুল আহাদ বলেন, ছেলের অসুস্থতার জন্য আমি নর্থ ইস্ট হাসপাতালে ডাক্তার দেখাতে আসি। ডা. শাহরিয়ার আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করতে বলেন। তখন ডা. সুলতানা বেগমের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর থেকে কোনো ডাক্তার এসে আমার বাচ্চাকে দেখেনি। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ডা. শাহরিয়ার এসে দেখেছেন।

তিনি বলেন, ডাক্তার এসে বলেছেন, আপনার বাচ্চাকে স্যালাইন লাগাতে হবে। পাইপ দিয়ে খাবার খাওয়াতে হবে। কিন্তু স্যালাইন লাগালে বাচ্চার পেট ফুলে উঠে। তাই দেখে একাধিকবার ডাক্তারকে ডাকলেও তিনি যাননি। আমাকে ওয়ার্ডে যেতে বলেন। এরপর নার্স এসে অক্সিজেন লাগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার বাচ্চাটা মারা যায়।

তিনি আরও বলেন, আমি বার বার বাচ্চাকে কোলে করে ডাক্তারের রুমে গেলেও ডাক্তার আমাদের তাড়িয়ে দেন। বাচ্চা মারা যাওয়ার পর তারা এসে আমার বাচ্চাকে আইসিইউতে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন ডাক্তার ঐশি বলেন, রোগীর অবস্থা তখন খারাপ ছিলো। আমি নার্সকে বলেছি নেবুলাইজার দেওয়া হয়েছে কিনা, তখন নার্স জানায়- দেওয়া হয়েছে।

নর্থ ইস্ট হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। সকালে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

হাসপাতালের পরিচালক নাজমুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কল দিলেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা কালবেলাকে বলেন, নর্থ ইস্ট হাসপাতালে একটি শিশু মৃত্যুর খবর পেয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে আমাদের পুলিশ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

নড়াইলে সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে প্রবাসী নেতাদের সভা অনুষ্ঠিত

জুলাই সনদে সই না করা রাজনীতিকদের প্রতি সালাহউদ্দিন আহমদের বার্তা

পটুয়াখালীতে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত

‘ছাত্রশিবিরের বিজয় ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয়’

নুরুদ্দিন অপুকে কাছে পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত

আসছে অদ্ভুুত সব নিয়ম নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

১১

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

১২

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

১৩

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

১৪

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

১৫

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

১৭

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

২০
X