চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠসংলগ্ন খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উপস্থিত হন।
গত শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ৬৯ নম্বর সুপারিশ অনুযায়ী স্পর্শকাতর সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হলেও ঘটনাস্থলে তাকে দেখা যায়নি। তবে, তিনি পরে আসবেন বলে জানিয়েছেন উপস্থিত তদন্ত কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হাটহাজারী ট্রাফিক পরিদর্শন (টিআই) বখতিয়ার উদ্দিন, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বুয়েটের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক, চট্টগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উক্তি, হাটহাজারী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু আহাসান মো. আজিজুল মোস্তফা, ফটিকছড়ি উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ।
যেকোনো স্পর্শকাতর দুর্ঘটনা ঘটলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠনের নিয়ম রয়েছে। সে অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে বলে জানান অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বুয়েটের সহকারী অধ্যাপক ডক্টর আরমানা সাবিহা হক। তিনি বলেন, হাটহাজারীতে মার্মান্তিত সড়ক দুর্ঘটনায় সরকারি নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি কাজ করবে। আমরা সরজমিনে আসছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন