ঝিনাইদহের শৈলকুপায় ইউপি সদস্য রিপন হত্যার ঘটনায় বিশ্বাস বিল্ডার্সের এমডি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলালের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ প্রেস ক্লাবে করা সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শৈলকুপার পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
শৈলকুপা কলাবাজারে নজরুল ইসলাম দুলালের নিজস্ব কার্যালয়ে সন্ধ্যায় এই সভায় লিখিত বক্তব্য পাঠ করেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।
লিখিত বক্তব্যে বলা হয়- শৈলকুপায় গত দুই যুগ ধরে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে। গত দুই যুগে সহিংসতায় প্রায় ১২১ জন খুন হয়েছেন। সর্বশেষ নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগরে সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মী আবু সাইদ খুন হয়েছেন। তাদের বিষয়ে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্যসহ শৈলকুপার এই নেতারা কোনো প্রতিবাদ সমাবেশ করেনি। আবু সাইদ খুন হওয়ার পর এই নেতারা তার কোনো খোঁজখবর নেননি। এমনকি সহনুভূতি বা সমবেদনা জানাতে তার বাড়িতে যাননি। কিন্তু আজ রিপন হত্যার ঘটনাকে পুঁজি করে অপরাজনীতি শুরু হয়েছে। যখন নজরুল ইসলাম দুলাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হয়েছেন, ঝিনাইদহ-১ আসন থেকে সংদদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন নেওয়ার কথা ঘোষণা করেছেন ঠিক তখন তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। নজরুল ইসলাম দুলালের জনপ্রিয়তা নষ্ট করতে তার বিরুদ্ধে অপপ্রচার করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এটা একটি মিথ্যা অভিযোগ- সেটা শৈলকুপাবাসী অবগত রয়েছেন। বক্তব্যে ওই মিথ্যাচারকারীদের উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা না করার আহ্বান জানানো হয়।
এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, শৈলকুপা উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলু, শৈলকুপা পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন