ময়মনসিংহে জামায়াত-বিএনপির নৈরাজ্য বিরোধী ও তপশিলকে স্বাগত জানিয়ে মিছিল ও শোভাযাত্রা করেছে আইনজীবীরা। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন খানের নেতৃত্বে জেলা পরিষদে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের হয়।
অ্যাডভোকেট জালাল উদ্দিন খান বলেন, বিএনপি-জামায়াত অবরোধ ডেকে মাঠে নেই, ঘরে বন্দি। প্রতিদিনের মতো আওয়ামী লীগ মাঠে রয়েছে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদও স্বতস্ফূর্তভাবে নৈরাজ্য ও অবরোধ বিরোধী কর্মসূচি করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোথাও সংঘর্ষ হয়নি। আমরা চাই সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ গঠন হবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত থাকবে। এই ধারা অব্যহত থাকলে দেশের প্রান্তিক মানুষ থেকে সর্ব্বোচ্চ পর্যায়ে উন্নতি হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আইনজীবীরা মাঠে আছে।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম, ময়মনসিংহ জজ আদালতের জিপি অ্যাডভোকেট সাইসুফ ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, অ্যাডভোকেট হযরত আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেম মুসা, অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল বাকি, অ্যাডভোকেট আনোয়ার হোসেন নান্টু, অ্যাডভোকেট মাহবুব, অ্যাডভোকেট ফাহমিদা খানম, অ্যাডভোকেট মাহমুদা মাহমুদা খাতুন প্রমুখ।
মন্তব্য করুন