তপশিল বাতিল এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকে দেশব্যাপী চলমান ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এই মিছিল হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস মিছিলে নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা যুবদলের সহসভাপতি আজাদ রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, শাহরিয়ার রাসেল, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সেলিম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন