বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে মাশরাফী বোয়ালমারী উপজেলা সহস্রাইল বাজার এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মাশরাফী বিন মুর্তজা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পরে তিনি আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামে নৌকা প্রতীকের পক্ষে জনসভায় অংশ নেন।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন