৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে দুদিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) আলাইপুর হাফরাস্তা মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুরের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কার হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, যুবদলের সহসভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, এনএস সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়েরসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের নাটক সাধারণ জনগণ মানে না, বড় দলগুলোকে বাইরে রেখে সরকার একটি পাতানো নির্বাচন করছে। এতে সরকার সফল হবে না। যে কোনো মূল্যে এই প্রহসনের নির্বাচন প্রতিহত করতে হবে।
মন্তব্য করুন