পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপির ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দেবে না। আমি গ্রামে, পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জেনেছি, জনগণ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোট দিতে চান। ভোট বর্জন, জ্বালাও-পোড়াও রাজনীতিতে জনগণের সমর্থন নেই।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এসে চরম ভুল করেছে। জনগণ তাদের ভোট বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না। ৭ জানুয়ারি জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেশের চলমান উন্নয়নের চাকাকে এগিয়ে নিতে ভোটকেন্দ্রে যাবে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে নারীদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়।
তিনি বলেন, শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংরক্ষিত নারী সদস্য শামসুন্নাহার শাহানা রাব্বানী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, জেলা পরিষদ সদস্য শাম্মী আক্তার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী উপজেলা যুবলীগ আয়োজিত কর্মিসভায় বক্তব্য দেন। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, এম ফজরুল ইসলাম গিয়াস উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন