সাতক্ষীরার শ্যামনগরে স্বামীকে ভিডিও কলে রেখে শামিমা আক্তার (১৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শামিমা উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের শহীদ শেখার মেয়ে ও কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাইফুল্যাহ সানার ছেলে সাগর হোসেনের স্ত্রী।
এ ব্যাপারে নিহতের পিতা শহীদ শেখ জানান, আমার মেয়ে শামিমা আক্তারের গত ২০২১ সালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের রঘুনাথপুর গ্রামের সাইফুল্যাহ সানার ছেলে সাগর হোসেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। ১ মাস আগে আমার মেয়ে ঝগড়া করে স্বামীর বাড়ি থেকে চলে আসে। কিন্তু গতকাল রাতে তার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার মেয়ের দুই বছরের একটি ছেলেসন্তান আছে।
আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক এসআই জাহাঙ্গীর হোসেন।
এই বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন