চট্টগ্রাম-৪ আসনে প্রার্থিতা বাতিল হওয়া মোহাম্মদ সালাউদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানা যায়। চাকরির বিধি-বিধান না মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো।
চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্য অনুযায়ী জানা যায়, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাউদ্দিন একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর বিধির উপবিধি (১) উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন এবং সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই ব্যাপারে সালাউদ্দিনকে সিভিল সার্জন কার্যালয় থেকে পরপর তিনবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি কোনো ধরনের জবাব দেননি। যার ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ এর (১) অনুযায়ী তার সাময়িক বরখাস্ত সমীচীন। যার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাউদ্দিন চাকরির তথ্য গোপন করে নির্বাচনী হলফ নামায় পেশা ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলি-আকবর শাহ আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন