নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) নির্বাচনী আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এমপি মোরশেদ আলমের নির্বাচনে নিয়োজিত সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রধান সমন্বয়ক ও নির্বাচনী এজেন্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার সময় উপজেলার বারগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর মসজিদের সামনে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। আওয়ামী লীগের এই নেতা সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডে নৌকার প্রতীকের প্রার্থী এমপি মোরশেদ আলমের নির্বাচনের সমন্বয়ক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বরগাঁও ইউনিয়নেট কৃষ্ণপুর কোল্লাপোড়া বাজারে একই আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগ ও নারীদের নিয়ে মহিলা সমাবেশ হওয়ার কথা ছিল। অস্ত্রসহ মহড়া দেওয়া মোরশেদ আলম স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী মো. সবুজকে সভায় চেয়ার সরবরাহ না করতে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় নারীদের সভায় না আসতেও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলেও জানা যায়।
এই বিষয়ে কথা বলতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতির কথা জানান নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক।
মন্তব্য করুন