বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বন বিভাগের গাছ কেটে ইটভাটা নির্মাণ করছেন যুবলীগ নেতা

ভোলায় বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় ইটভাটা নির্মাণ করছেন এক যুবলীগ নেতা। ছবি : কালবেলা
ভোলায় বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় ইটভাটা নির্মাণ করছেন এক যুবলীগ নেতা। ছবি : কালবেলা

ভোলার চরফ্যাশনে মো. নুর ইসলাম (নয়ন) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে করে সরকারি জায়গায় ইটভাটা নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। নুর ইসলাম নয়ন উপজেলার আসলামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি। তিনি একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে। উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করছেন।

এদিকে যুবলীগ নেতা নুর ইসলাম ইটভাটা নির্মাণের প্রস্তুতি নেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় ভূমিহীন পরিবারগুলো। তাদের বসতভিটা থেকে উৎখাতের ভয়ভীতি দেখিয়ে এ ভাটা নির্মাণ করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাইনউদ্দির ঘাটের উত্তর পাশে চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-২ বেড়িবাঁধের জায়গায় বসবাসকারী ভূমিহীন পরিবারের বাড়িঘর ভেকু মেশিন দিয়ে ভাঙচুর করে। একইসঙ্গে বনবিভাগের গাছ কেটে সরকারি প্রায় ২ একর জমির মাটি ইটভাটা নির্মাণের জন্য নিচ্ছেন যুবলীগ নেতা নুর ইসলাম (নয়ন)। এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের বন ও কৃষি এবং আবালবৃদ্ধবনিতাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে সাংবাদিকদের উপস্থিতি দেখে বেড়িবাঁধের পাশে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলো কান্নায় ভেঙে পড়েন। এ সময় মো. ইউনুস নামে একজন বলেন, আমরা এখানে ইটভাটা নির্মাণে যুবলীগ নেতা নুর ইসলাম নয়নকে নিষেধ করি। সে আমাদের কথা না শুনে জোরপূর্বক গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে একটি ভেকু মেশিন এনে মাটি কাটে। আমরা বাধা দিলে আমাদের ভয়ভীতি দেখানো হয়। পরে আমরা স্থানীয় বন-বিট কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে জানালে তিনি এসে মাটি কাটা বন্ধ করে দেন এবং ভেকু মেশিনটি জব্দ করেন। এরপর থেকেই যুবলীগ নেতা নুর ইসলাম (নয়ন) বিভিন্নভাবে আমাদের বেড়িবাঁধের জায়গা ছাড়ার হুমকি দিচ্ছে। আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ারও ভয়ভীতি দেখানো হচ্ছে।

স্থানীয় বেড়িবাঁধের পাশে বসবাসকারী ভূমিহীন নুর ভানুসহ আরও কয়েকজন জানান, আমাদের উৎখাত করে ইটভাটা নির্মাণ হলে আমরা কোথায় বসবাস করব। আমাদের কৃষি শস্য আবাদে ব্যাপক ক্ষতি হবে জেনেও স্থানীয় কিছু চাঁদাবাজ মোটা অঙ্কের টাকা নিয়ে ইটভাটা নির্মাণে নয়নকে সহায়তা করছেন। এখানে ইটভাটা নির্মাণ হলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হবে পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। আর সব চাইতে বেশি ক্ষতি হবে আমরা যারা ভূমিহীন তাদের।

ইটভাটা নির্মাণের প্রস্তুতি নেওয়া আওয়ামী লীগ নেতা নুর ইসলাম নয়ন বলেন, হাজারীগঞ্জ ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের পাশে আমার ক্রয়সৃত্রে ৭ একর জমি রয়েছে। সেই জমিনে আমি ভাটা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এ সময় বন বিভাগের গাছ কাটা ও ভূমিহীন বসতি পরিবারকে উৎখাত করার কথা অস্বীকার করেন তিনি।

উপজেলা বনবিট কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বন বিভাগের গাছ কাটায় একটি ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিমের জিম্মায় রাখা হয়েছে। যারা জোরপূর্বক গাছ কেটেছে তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস ছালাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। খুব দ্রুতই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-২ প্রকৌশলী মো. বেল্লাল হোসেন জানান, বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১০

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১১

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১২

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৩

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৪

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৫

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৬

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৭

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৮

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৯

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

২০
X