তীব্র শীতের মাঝে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় বৃষ্টি শুরু হয়। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির কারণে শীত বাড়তে পারে। কুয়াশা ও মেঘের কারণে এখনও সূর্যের দেখা মেলেনি। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ৫৫ মিনিটে মাত্র শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা মেলেনি। তবে মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য করুন