বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছরের ২৮ অক্টোবর দলীয় কার্যালয় তালাবদ্ধ হওয়ার ৮৫ দিন পর শুক্রবার প্রথমবারের মতো তালা খুলে এ সভা করেন বরিশাল জেলা বিএনপির নেতাকর্মীরা।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য নাসির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু ও জেলা বিএনপি সদস্য নাজিম উদ্দিন আহমেদ পান্না।
আলোচনা সভার শেষ পর্যায়ে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতাদের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি।
মন্তব্য করুন