সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থনৈতিক মুক্তি ও লক্ষ্য-উদ্দেশ্য পূরণে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় খুলনার পাইকগাছায় মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন মনে রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অথচ দুঃখের বিষয় সরকারিভাবে মাসিক ভাতা, বাড়ি ও অন্যান্য সুবিধা পেয়েও অনেক মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার আদর্শচ্যুত হয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন, এটা কারোর কাম্য না।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহদৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আ. রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- সাবেক কমান্ডার ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, মুক্তিযোদ্ধা ও রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, জামির হোসেন, মাহাবুব জোয়াদ্দার, দীলিপ কুমার রায়, আ. সবুর, আমজেদ গাজী, সরদার আ. মাজেদ, আ. আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালীসহ আরো অনেকে।
মন্তব্য করুন