নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

এক গুদামেই ১শ ৯২ টন খাদ্যপণ্যের অবৈধ মজুত

নওগাঁয় অবৈধভাবে মজুতকৃত গোডাউনে অভিযান। ছবি : কালবেলা
নওগাঁয় অবৈধভাবে মজুতকৃত গোডাউনে অভিযান। ছবি : কালবেলা

নওগাঁয় এক গুদামে মজুতবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় সেই গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১শ ৯২ টন খাদ্যপণ্যের অবৈধ মজুত জব্দ করা হয়েছে।

অবৈধভাবে গম, সয়াবিন তেলসহ বেশ কয়েক প্রকার ভোগ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ীর আরও দুটি গোডাউনের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক গোলাম মওলা।

এদিন সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় প্রশাসনের মজুতবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেছেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে বলে তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ওই গুদামটিতে ১২৮ টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ টন আটা, ছোলা-বুট ৩২ টন ও ৪ টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে। গুদামটিতে প্রায় ১ বছর সময় ধরে গম মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন।

তিনি আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ৭ দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১০

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

১১

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

১২

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

১৩

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

১৪

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

১৫

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

১৬

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

১৭

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৮

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

১৯

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

২০
X