নওগাঁয় এক গুদামে মজুতবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় সেই গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১শ ৯২ টন খাদ্যপণ্যের অবৈধ মজুত জব্দ করা হয়েছে।
অবৈধভাবে গম, সয়াবিন তেলসহ বেশ কয়েক প্রকার ভোগ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ীর আরও দুটি গোডাউনের সন্ধান পাওয়া গেছে।
বুধবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক গোলাম মওলা।
এদিন সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় প্রশাসনের মজুতবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেছেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে বলে তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ওই গুদামটিতে ১২৮ টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ টন আটা, ছোলা-বুট ৩২ টন ও ৪ টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে। গুদামটিতে প্রায় ১ বছর সময় ধরে গম মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন।
তিনি আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ৭ দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন