সিরাজগঞ্জের সলঙ্গা থানার মোড়দিয়া উত্তরপাড়া গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে শংকর ভূষন সরকার (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ১২টি ইউক্যালিপটাস গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখা হয়েছে। শংকর ভূষন সরকার মোড়দিয়া গ্রামের মৃত খিতিস চন্দ্র সরকারের ছেলে।
সরেজমিনে দেখা যায়, মোড়দিয়া গ্রামে সরকারি রাস্তার গাছ জমির মালিক (শংকর সরকার) নিজের হাতে রোপণ করা গাছ বলে অবাধে গাছ কাটছেন। স্থানীয়রা বাঁধা দিলেও তাদের এ বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ১২টি গাছ কেটে ফেলে।
অপরদিকে শংকর সরকার দাবি করে বলেন, এই গাছগুলো আমি আমার জমিতে রোপণ করেছি, এই রাস্তা সরকারি রাস্তা না।
ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মমিন বলেন, গাছগুলো স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, সরকারি রাস্তার গাছ কাটার খবর শুনে পুলিশ পাঠিয়ে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন