গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউটে (বিএলআরআই)। ঈদুল আজহার আগের রাতে মোরগগুলো চুরি হলেও বিষয়টি গোপন রেখেছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
জানা গেছে, ঈদুল আজহার আগের রাতে একটি ‘পিওর লাইন’ মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। এই শেডে ৩০০টি মোরগ ছিল। কিন্তু শেড থেকে আরআরআই ও হোয়াইট লেগ হর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়।
এ বিষয়ে পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা সংবাদ মাধ্যমকে বলেন, গবেষণা আমার হলেও এটা প্রশাসনিক বিষয়। এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না।
প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগের প্রধান আহসান হাবিবকে ফোন করলে বলেন, আপাতত কিছু বলা যাবেনা। এটি নিয়ে তদন্ত হবে তার পর বিস্তারিত জানানো যাবে।
মন্তব্য করুন