শিশির খান, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পেতে রাখা চায়না দুয়ারি জাল। ছবি : কালবেলা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পেতে রাখা চায়না দুয়ারি জাল। ছবি : কালবেলা

পদ্মা নদীঘেঁষা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খাল, বিল ও কোলসহ বিভিন্ন নদীতে কারেন্ট জালের পাশাপাশি চায়না দুয়ারি নামের একপ্রকার ফাঁদ ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করে চলছে এক শ্রেণির অসাধু মাছ শিকারিরা।

চায়না দুয়ারিকে স্থানীয়ভাবে জাল বলা হলেও এটি মাছ ধরার বিশেষ একটি ফাঁদ। একে চায়না জাল, ম্যাজিক জাল ও ঢলুক জাল নামেও ডাকা হয়। এ ফাঁদের কারণে জলাশয়গুলো দিন দিন মাছশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। মৎস্যবিশেষজ্ঞদের মতে, এটা চাঁই বা কারেন্ট জালের চেয়েও ভয়ংকর এক ফাঁদ।

জানা যায়, এই চায়না দুয়ারি দৈর্ঘ্য প্রায় ৮০ থেকে ৯০ ফুট লম্বা হয়। এই দুয়ারির দুই দিকে মুখ থাকার পাশাপাশি এক অভিনব পদ্ধতিতে প্রস্তুত করায় উজান ও ভাটি সব দিক থেকে মাছ ভেতরে ঢুকলে আর বের হতে পারে না। ঘন ফাঁসের এই দুয়ারিতে পোনা মাছ থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছ আটকা পড়ায় ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, উপজেলা মৎস্য দপ্তর হতে প্রায় এক-দুই কিলোমিটারের মধ্যেই লোহারটেক কোল ও পদ্মা নদীর বিভিন্ন স্থানে চায়না দুয়ারি দিয়ে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। সারা বছরই বিভিন্ন স্থানে এই ফাঁদ দিয়ে মাছ শিকার করলেও বর্ষা মৌসুমে যেন অসাধু শিকারিরা মাছ ধরার মহোৎসবে নামে। জোয়ারের পানির সঙ্গে ডিমওয়ালা বিভিন্ন প্রজাতির মাছ খাল, বিলসহ বিভিন্ন স্থানে বংশ বিস্তারের জন্য আসার গতি পথে পাতা হচ্ছে এই ফাঁদ।

নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন বন্ধে কোন অভিযান না হওয়ায় এসব অসাধু মাছ শিকারিরা কার্যত বেপরোয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মৎস্য শিকারির সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিকে এই দুয়ারি চীন হতে আমদানি করা হতো বলে দামও ছিল চড়া। একেকটি দুয়ারি কিনতে প্রায় ছয়-সাত হাজার টাকা খরচ পড়ত। বর্তমানে একই আদলে আমাদের দেশের বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে এই ফাঁদ। একেকটি দুয়ারির মূল্য আগের তুলনায় অর্ধেক হওয়ায় নানা শ্রেণিপেশার মানুষ এই ফাঁদ ব্যবহার করে নিধন করছে বিভিন্ন প্রজাতির মাছ।

এই ফাঁদের ব্যবহারের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লোহার চিকন তার ও ঘন সুতা দিয়ে তৈরি এমন ফাঁদে নদী, নালা, খাল বিলের ডিমওয়ালা থেকে শুরু করে ছোট বড় সব ধরনের দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ায় আমাদের মৎস্য সম্পদ এখন হুমকির মুখে পড়ছে। আমাদের লোকবলসংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মৎস্য সম্পদ রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় দ্রুত এই চায়না দুয়ারি বিনষ্টে আমরা অভিযানে নামব।

চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার বলেন, পোনা মাছ বাজারে দেখে মনটা খারাপ হয়। এই নিষিদ্ধ ফাঁদ ব্যবহারকারীদের ধরতে আমরা স্থানীয় প্রশাসন দিয়ে মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে ওই মাছের বংশ ধ্বংস করায় ব্যবহৃত ফাঁদ অনেক চড়া মূল্যে বিক্রয় করে।

মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করবে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম জানান, ‘আমি মাত্র কয়েক দিন এখানে যোগদান করেছি। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উঠান বৈঠক করে স্থানীয় মৎস্যজীবী ও অবৈধ চায়না দুয়ারী দিয়ে মাছ শিকারকারীদের সতর্ক করা হবে। পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বজ্রপাতে কৃষক নিহত

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

মাটি খুঁড়তেই মিলল অবিস্ফোরিত মর্টার শেল

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে জরিমানা 

আইপিএলে দুর্দান্ত শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন ১৪ বছরের বৈভব

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদকসেবন করতে না দেওয়ায় তরুণের আত্মহত্যার চেষ্টা

১০

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ চ্যাথাম হাউজের প্রতিনিধির বৈঠক

১১

বিদ্যুৎবিহীন আশুলিয়ার ডিইপিজেড, ৯০ কারখানায় ছুটি ঘোষণা

১২

সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী কারাগারে

১৩

শহীদ কন্যা লামিয়ার পরিবারের পাশে বিএনপির স্বাস্থ্য সেল

১৪

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল : চরমোনাই পীর

১৫

৩১ দফা হলো মানুষের অধিকার : নিজান

১৬

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

১৭

অবশেষে বদলি হলেন ওসি সফিকুল

১৮

সুনামগঞ্জে উপজেলা আ. লীগ সভাপতিসহ ৫ নেতা কারাগারে

১৯

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, সন্ত্রাসীদের গণপিটুনি

২০
X