সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

হৃদরোগে আক্রান্ত সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

মা আর্জিনা বেগম ও সন্তান রুসদা হাসান। ছবি : কালবেলা
মা আর্জিনা বেগম ও সন্তান রুসদা হাসান। ছবি : কালবেলা

বাবা দরিদ্র বলে কিশোরী বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল আর্জিনাকে। বছর দুয়েক যেতে না যেতেই কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। ভালোবেসে শিশুটির নাম রাখেন রুসদা হাসান। অভাব টনটনে থাকলেও আগত সন্তানের মুখের দিকে তাকিয়ে আর্জিনা ভুলে যান সব দুঃখ-কষ্টের কথা। কিন্তু ভাগ্য তাকে ঠেলে দিয়েছে আর এক কঠিন পরীক্ষায়। শিশুটি জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু এই ব্যয়ভার মেটানো কোনোভাবেই সম্ভব নয় হতদরিদ্র মায়ের পক্ষে। এ জন্য সমাজের মানুষের কাছে ১০টাকা, ২০ টাকা করে হলেও সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন শিশুটির মা আর্জিনা।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের সুমন মিয়া ও আর্জিনা খাতুন দম্পতির একমাত্র কন্যা সন্তান রুসদা হাসান। বয়স ৬ মাস কয়েক দিন। জন্মের পর থেকেই শিশুটির ভালো যাচ্ছিল না শারীরিক অবস্থা। জ্বরের পাশাপাশি কষ্ট হচ্ছিল শ্বাসপ্রশ্বাস নিতে। সন্তানের এমন কষ্টে ভেঙে যায় মমতাময়ী মায়ের মন। চিকিৎসার জন্য নিয়ে যান রংপুরের শিশু বিশেষজ্ঞ ডা. বিকাশ মজুমদারের কাছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন শিশুটি জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। ছিদ্র রয়েছে তার হার্টে। সঙ্গে নিউমোনিয়া। আপাতত নিউমোনিয়া নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে।

আরও জানা যায়, সেখানে কয়েক দিন চিকিৎসার পর নিউমোনিয়া আরোগ্য হলে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকায়। সেখান থেকে রেফার্ড করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। সেখানেই ডা. শাহরীন কবিরের তত্ত্বাবধানে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার পর অপারেশনের পরামর্শ দিয়েছেন ওই চিকিৎসক। আর এ জন্য দরকার ২ লাখ টাকা। অপারেশন হবে কোরবানির ঈদের পরে কোনো সুবিধাজনক সময় কিংবা ৬ আগস্ট, এমনটা জানিয়েছেন তিনি। কিন্তু হতদরিদ্র একজন মা-বাবার পক্ষে এত টাকার জোগান দেওয়া সম্ভব নয়। কিন্তু অবুঝ মায়ের মন তো আর মানে না! যে করেই হোক, সন্তানকে বাঁচাতে হবে তাকে।

তাই তো সমাজের মহানুভব মানুষেরদের প্রতি সাহায্যের জন্য আর্জি জানিয়ে মা আর্জিনা বলেন, মায়ের মন যে কী, তা বুঝাবো কেমনে। কষ্ট দিয়েই তো শুরু করেছি জীবনটা। তার ওপর আমার মেয়েটির এমন কঠিন রোগ। মনটা ওর জন্য শুধুই কাঁদে। কিন্তু উপায় কী? আমরা তো দরিদ্র। এত টাকা পাব কোথায়? সবাই দয়া করে আমার মেয়েটিকে বাঁচাতে যদি বিকাশে ১০ টাকা বা ২০টাকা করেও পাঠিয়ে সাহায্য করতেন তাহলে হয়তো আমার বুকের ধন রুসদা হাসান রোগ থেকে মুক্তি পেত। সাহায্য পাঠাতে একটি বিকাশ নম্বরও দিয়েছেন তিনি-০১৭৫২২৯৮১০৬।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান বলেন, ৬টি রোগের চিকিৎসায় সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক সহায়তা করা হয় তার মধ্যে জন্মগতভাবে হৃদরোগ একটি। শিশুটির জন্য আবেদন করলেই আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

চাকসু নির্বাচন / ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর

চাটুকারিতাকে যেভাবে পররাষ্ট্রনীতিতে রূপ দিলেন শেহবাজ শরিফ

ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক হাউস-কার লোন চালুর পরামর্শ আহমাদুল্লাহর

আগামীর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে মামলা

১০

৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী 

১১

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

১২

কালবেলার সাংবাদিকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

১৩

জুলাই আন্দোলনে সামনের কাতারে ছিল তা’মীরুল মিল্লাতের ছাত্ররা : ভিপি সাদিক

১৪

রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

১৫

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি কর্মীর মৃত্যু

১৬

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত

১৮

গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-মিসর-কাতার-তুরস্ক

১৯

নাগরিক সংলাপে বক্তারা / বিআরটিএর সেবা বেসরকারি খাতে দেওয়া উচিত হবে না 

২০
X