রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের নির্দেশনায় নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৪ এপ্রিল) নবাবপুর ইউনিয়নের বিভিন্ন নিম্নবিত্ত আয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারের মাঝে দুধ, সেমাই, চাউল, লবণ ও চিনি এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াসহ ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা।
মন্তব্য করুন