চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ এসে গেছে, তাসফিদের বাবা আসেনি

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি মো. সালেহ আহমেদের তিন কন্যা সন্তান। ছবি : কালবেলা
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি মো. সালেহ আহমেদের তিন কন্যা সন্তান। ছবি : কালবেলা

ঈদ এসে গেছে, তাসফিদের বাবা এখনো মুক্ত হয়ে ঘরে ফিরে আসেনি। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের ইঞ্জিন ফিটার হিসেবে কর্মরত মো. সালেহ আহমেদের (৪৮) তিন কন্যসন্তানের জনক।

স্থানীয় চাটখিল পাঁচগাও উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত তার বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি (১৪) বাবাকে নিয়ে চিন্তিত। বাবা কবে মুক্ত হবেন? এই প্রশ্ন তার চোখে মুখে। তার বাবা দ্রুত মুক্ত হয়ে ফিরবেন; এমনটাই প্রত্যাশা করে সে। ভালো পড়াশোনা করে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। বাবা জিম্মি হয়ে যাওয়ার পর থেকে পড়াশোনায়ও আর মন দিতে পারছেন না এই মেধাবী শিক্ষার্থী।

তাসফি কালবেলাকে বলেন, ‘বাবা ঈদের আগেই ফিরবেন বলে আশা করছিলাম। ফিরে আসেনি দেখে খুব খারাপ লাগছে আমাদের। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহমিদা আক্তার ফাইজা (১২) সালেহ আহমেদের মেঝ মেয়ে। বয়সের কারণে এবং বাবা বেশিরভাগ সময় জাহাজে থাকেন বলে বাবার অনুপস্থিতি তেমনটা টের পাচ্ছে না সে। ঘরের বড়দের কান্নাকাটি দেখে সেও মন খারাপ করে, কান্না করে। বাবার কথা জানতে চায়।

ছোট মেয়ে হাফসা বিনতে সালেহর বয়স মাত্র তিন বছর। তেমন কিছু বুঝতে না পারলেও ঘরের অন্যদের মলিন মুখের দিকে অপলক চেয়ে থাকে মেয়েটি।

অপহৃত মো. সালেহ আহমেদ নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত সাখাওয়াত উল্লাহর ছেলে। চার ভাই এক বোনের মধ্যে মো. সালেহ আহমেদ সবার বড়। সোমবার (৮ এপ্রিল) তাদের বাড়িতে গিয়ে দেখা যায় নিস্তব্ধ হয়ে আছে পুরো বাড়ি-ঘর।

তার স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে শনিবার (৬ এপ্রিল) সর্বশেষ কথা হয়েছিল সালেহ আহমেদের। তারা সবাই সুস্থ আছেন। ভালো আছেন। তার স্ত্রীকে এমনটাই জানিয়েছিলেন তিনি।

তার স্ত্রী তানিয়া আক্তার কালবেলাকে বলেন, ‘কোম্পানির লোকজন নিয়মিতভাবে খোঁজখবর নিচ্ছেন। এতদিন ঈদের আগে মুক্ত হবেন বলে আশায় ছিলাম। এখন আবার খুব টেনশন হচ্ছে ৷ সে মুক্ত হওয়ার আগে আমাদের দুশ্চিন্তা কিছুতেই কমবে না। দিন দিন বেড়েই চলেছে।’ এই শঙ্কার মধ্যেও নিজের জন্য এখনো কিছু না নিলেও বাচ্চাদের ঈদের নতুন জামা-কাপড় কিনে দিয়েছেন মো. সালেহ আহমেদের স্ত্রী তানিয়া আক্তার।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান কালবেলাকে বলেন, ‘জিম্মিদের মধ্যে নোয়াখালী জেলার যে দুজন রয়েছেন; আমরা সার্বক্ষণিক তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছি। আশা করি ঈদের পরপরই আমরা তাদের পরিবারকে সুসংবাদ দিতে পারব।’

২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। অ্যাবল সিম্যান হিসেবে কর্মরত মোহাম্মদ আনোয়ারুল হক রাজুর (২৯) বাড়ি কোম্পানীগঞ্জ ও ইঞ্জিন ফিটার পদে কর্মরত মো. সালেহ আহমেদে বাড়ি চাটখিল উপজেলায়।

মো. সালেহ আহমেদের চাচাতো ভাই মনির হোসেন সোহেল বলেন, ‘তার অপহরণের খবর শুনে এলাকার সবাই কান্নাকাটি করছিল। এই রমজানে আমরা প্রতিবেশী হিসেবেও তাকে নিয়ে শঙ্কায় কাটিয়েছি। তবে সালেহ ভাই ভালো আছেন সুস্থ আছেন; এটা ভালো খবর। আর তিনি শিগগিরই ছাড়া পাবেন। এটাই আমার প্রত্যাশা করছি।’

গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি আছেন ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু। জাহাজটি ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর ছেড়ে আসে। ১৯ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। তার আগেই এর দখল নেয় জলদস্যুরা।

এমভি আব্দুল্লাহ দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএম’র মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ। প্রথমে জাহাজটির নাম ছিল ‘গোল্ডেন হক’। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। এটি একটি বাল্ক কেরিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

বিএনপির দুই নেতাকে শোকজ

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

১০

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

১১

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

১২

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত 

১৩

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

১৪

জমে উঠেছে জাকসু নির্বাচন, ৮ প্যানেলে লড়বেন প্রার্থীরা

১৫

হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

১৬

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

১৭

বাকৃবিতে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকরা

১৮

এআই যুগে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন ৩টি অপরিহার্য দক্ষতা

১৯

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

২০
X